লুৎফুর রহমান, দুবাই, ইউএই: কুমিল্লার মানুষ সারা বিশ্বে দেশের রেমিটেন্স অর্জনে অগ্রসারিতে আছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে নিয়ে সকল আন্দোলন সংগ্রামেও কুমিল্লার মানুষের অগ্রণী ভূমিকা ছিলো। সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির আমিরাত আগমন উপলক্ষে কুমিল্লা প্রবাসীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কুমিল্লা প্রবাসী ও টোকিও গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে এবং মনির আহমদ ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা।
বিশেষ অতিথির বক্তব্যে আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান বলেন, আরব আমিরাত সরকার আরো এক মাস সাধারণ ক্ষমার সময়সীমা বাড়িয়েছেন। বাংলাদেশিরা এ সময়কে কাজে লাগিয়ে অন্য দেশের চেয়ে আমাদের অবৈধ প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, স্টারগোল্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম সিআইপি, মধ্যপ্রাচ্যের প্রথম মহিলা সিআইপি জেসমিন আক্তার, সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, আয়োজক কমিটির আহবায়ক শাহজাহান মিয়াজি, কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, বিজনেস কাউন্সিলের সেক্রেটারি নূর মোহাম্মদ, ওমান আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওমর ফারুক।
আরো বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জহিরুল ইসলাম, প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকৌশলী আবু হেনা, হাফেজ আব্দুল হক, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, হাজী শফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ মাকসুদ, হাজী মাজহারুল ইসলাম মিয়া, রফিকুল ইসলাম, মীর আহমদ, আনসারুল হক আনসার, জি এম জায়গীরদার সহ আরো অনেকে।
পরে নবগঠিত কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে মাহাবুব আলম মানিক ও সাধারণ সম্পাদক হিসেবে মুজিবুর রহমান লিটনের নাম ঘোষণা করে নতুন কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এছাড়া বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় মাহাবুব আলম মানিক, জেসমিন আক্তার, আবুল কালাম, ওমর ফারুক ও রিপন দক্তকে সম্মাননা প্রদান করা হয়।