খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি বলেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে কোনো নারী কর্মী আরবি ভাষা না শিখে সৌদি যেতে পারবেন না। ভাষা শিখে পরীক্ষায় পাস করেই কেবলমাত্র যেতে পারবেন। পাশাপাশি তাদের কাজও শিখতে হবে।
৪ অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌদি প্রবাসী শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, নির্যাতিত নারীরা যখন দেশে ফিরছিলেন তখন বিমানবন্দরে নিজে তাদের সঙ্গে কথা বলেছি। এতে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সৌদিতে যাওয়ার আগে তারা আরবি ভাষা শেখেনি। কোনো কাজও শেখেনি। মালিকরা যখন তাদের আরবি ভাষায় কাজের কথা বলেন তখন তারা ভাষা বুঝতে পারেননি। এ কারণে তারা মারধরের শিকার হয়েছেন। মার খাওয়ার পর তারা বলেছেন, আমি আর থাকব না। তখন মালিকরা বলেছেন, কেন তুমি চলে যাবে? আমি তো তোমাকে কিনে নিয়েছি।
সৌদি প্রবাসী শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজীবুর রহমান বলেন, সৌদি আরবে মোট নারী কর্মীর সংখ্যা দুই লাখের মতো। সেখান থেকে মাত্র চার হাজার নারী কর্মী নির্যাতিত হয়ে ফেরত আসা বড় সমস্যা নয়। তবে আগামীতে যাতে কোনো নারী কর্মী এরকম নির্যাতিত হয়ে ফেরত না আসে সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে।