হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৯ জুলাই, ২০১৮ বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে নিউইয়র্ক স্টেটের প্রাইমারী নির্বাচনকে কেন্দ্র করে গভর্ণর পদে ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমেরিকার নন্দিত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নিউইয়র্ক স্টেট সিনেট প্রার্থী জেসিকা রামোস এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান জিমি ভ্যান ব্রেমারের যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাঙালিদের নিউইয়র্কের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের রুজভেল্ট এভিনিউ এবং ৭৪ ষ্ট্রীটের ৭ নম্বর ট্রেন সাবওয়ের প্ল্যাটফর্মে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মূলধারার মিডিয়া ছাড়াও বাংলাদেশ কমিউনিটির পক্ষে একমাত্র আমন্ত্রিত প্রতিনিধি ছিলেন বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজের এডিটর এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন। ডেমোক্রেটিক দলের নিউইয়র্কের প্রাইমারীতে গভর্ণর প্রার্থী সিনথিয়া নিক্সন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিসি আমেরিকার জাতীয় ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বলে তিনি মনে করেন। নিউইয়র্কের জনসাধারণের সবচাইতে বড় অবলম্বন সাবওয়ে এখন বিপজ্জনক।তিনি নির্বাচিত হলে সাবওয়ে সিষ্টেমের ব্যাপক ও পূর্ণ সংস্কার সাধনের উপর জোর প্রদান করেন।