প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এখন আমেরিকায়। ৩ নভেম্বর ছিল এই জনপ্রিয় তারকার জন্মদিন। বিশেষ এই দিনে জমকালো আয়োজনে জনপ্রিয় এই তারকার জন্মদিন উদযাপন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক ও ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক।
জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌসুমীর জন্মদিন পালনের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট, বিশিষ্ট কলামিস্ট, সফল উদ্যোক্তা ড. রফিকুল ইসলাম এর সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর নায়িকা মৌসুমীর জন্মদিনের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর অন্যতম সংগঠক লায়ন মুহাম্মদ মারুফ আহমেদ এর সঞ্চালনায় জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজনে আরও ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক উপদেষ্টা মাসুদ রানা। অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী, দূরন্ত গতিমান সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম, রাশেদ উদ্দিন হীরা, কাজল।
গোটা অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়িকা শাহনূর। আগত অতিথিবৃন্দ ও আয়োজকগণ জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন। এর আগে মৌসুমীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‘খায়রুন সুন্দরী’ খ্যাত নায়িকা মৌসুমী একাধারে অভিনেত্রী, রাবেয়া খাতুনের লেখা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহের নেগার’ চলচ্চিত্র’র পরিচালক।
তার অভিনীত ছবির মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, স্নেহ, ভাংচুর, দেনমোহর, বিদ্রোহী বধু, গরীবের রানি, আত্মত্যাগ, মেঘলা আকাশ, বিন্দুর ছেলে, দেবদাস উল্লেখযোগ্য। অভিনয় এর জন্য তিনি তিনবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন।