প্রবাস মেলা ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। বাংলাদেশেও তিনি তুমুল জনপ্রিয় দর্শকের কাছে খলনায়ক হিসেবে। এবার তার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিত্রনায়ক কাজী মারুফ। সেসময় মারুফের সঙ্গে ছিলেন স্ত্রী রাইসা খান।
তবে কোনও চলচ্চিত্রের শুটিংয়ে নয়, শুধু আড্ডার জন্য তারা এক ফ্রেমে এসেছেন। গতকাল (১ জুন) নিউ ইয়র্কের একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে সাক্ষাৎ হয় তাদের। সে সময় ফুডব্লগার আদনান ফারুক হিল্লোলও সেখানে ছিলেন। আর এ রেস্তোরাঁটি মালিক আরেক বাংলাদেশি, নির্মাতা হিমেল আশরাফ।
জানা যায়, গতকাল সেখানে খেতে গিয়ে আশীষ বিদ্যার্থীর সঙ্গে দেখা হয় মারুফ ও তার স্ত্রীর। এরপর তারা ক্যামেরাবন্দি হন। ফেসবুকে সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশিত করেছেন মারুফ।
ক্যাপশনে ‘ইতিহাস’খ্যাত এ অভিনেতা লেখেন, ‘হিমেল আশরাফের রেস্টুরেন্টে আশীষ বিদ্যার্থীর সঙ্গে আমি এবং আমার স্ত্রী। ছবি তুলে দেওয়ার অন্য আদনান ফারুককে (হিল্লোল) ধন্যবাদ।’
অন্যদিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমি রেস্তোরাঁ ব্যবসাতেও যুক্ত। ক্রাউন ফ্রাইড চিকেন ও কাচাঘিরি নামের রেস্তোরাঁ হিলসাইড এভে। আর ফ্রেশ কারি ম্যানহাটন ও খলিল বিরিয়ানি কুইন্সে।’
খলিল বিরিয়ানি গত ঈদে চালু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের অনেক তারকা সেখানে প্রায়ই খেতে যান।
কিছুদিন আগে এই নির্মাতা শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
সূত্র: দৈনিক ইত্তেফাক