প্রবাস মেলা ডেস্ক: দেশের মাটি ও মানুষের একটুখানি সান্নিধ্য পাওয়ার জন্যে ১৭ ফেব্রুয়ারি রবিবার বেলা ২টায় কুষ্টিয়া কুমারখালীর ভালুকা গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী প্রকৌশলী শহীদ আলম এর সৌজন্যে তাঁর গ্রামের বাড়িতে কুমারখালী উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক নেতা-কর্মী ও সুধীমহলের মিলনোৎসব হয়।
পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মান্নান মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউর রহমান সুমন মিঞা।
এ আয়োজনে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকসার কুষ্টিয়া-৪ আসনের আলোকদীপ্ত সুর্য্য, নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাজ মো. আব্দুল মান্নান খান ও কুমারখালী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. সামসুজ্জামান অরুণ।
এছাড়াও কুমারখালী উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ চৌরঙ্গী-পান্টি এলাকার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।