জুলি রহমান, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
আমি কেনো কোন মানুষ দেখি না?
মানুষের মুখ খুঁজে পাই না কেবল ছাঁয়া।
হাজার জনতা চলছে ছুটে স্যূটে ব্যোটে
কেউবা থ্রীপিস পান্জাবীতে, কেউ গোল টুপিতে—
রাস্তাগুলো রক্তে ভেজা নুনের সাগর।
মানুষ গুলো মানুষ নয় বালু কাঁকর।
মায়ের করুণ আর্তনাদে বাবার চোখের জলে
রাস্তাগুলো কর্দমাক্ত হিংসায় গলে পড়ে।
মানুষ গুলো নড়েচড়ে মানুষের মতো
দেহহীন আজব চামড়া জ্যান্ত বৃক্ষডালে
কাক শকুনে মাংস খুঁজে চামড়া হাড়ের ঘরে।
রায়ের বাজার কুকড়ে ওঠে, আর হাতিরঝিলে।
নরখেকু রক্ত খেলো মানুষ থাকে পড়ে
মানুষগুলো নড়েচড়ে মানুষের ভেতরে।
অবাক পৃথিবী সবাক এখন হয়ে যাচ্ছে বোবা
ঐ মানুষেরই হয় না মানুষ রক্ত চুষে যে -বা।
নাইতো মুখ, নাইতো চোখ, বুকের সুঠাম কই?
মানুষগুলো জ্যান্ত চিতা আগুন বাষ্প খই।
অগ্নি সুখে দাবানলের কাঠি কার হাতে?
জ্যান্ত চিতা উঠছে ধেয়ে রক্ত প্রপাতে।