মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত সরকার থেকে প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডকার্ড ভিসা প্রাপ্তিতে বাংলাদেশি কমিউনিটি ও দুবাই এবং উত্তর আমিরাতের পক্ষ্য থেকে মাহতাবুর রহমান নাসির সিআইপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
মাহতাবুর রহমান বর্তমানে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, বিখ্যাত আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি, আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আছেন।
ড. রেজা খানের সভাপতিত্বে ও আইয়ুব আলী বাবুলের উপস্থাপনায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান। অনুষ্ঠানে আমিরাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বহু প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুন আরব আমিরাত সরকারের পক্ষ থেকে দুবাইয়ের জিডিআরএফএ সদর দপ্তরে মাহতাবুর রহমান নাসির ও তার পরিবারের সকল সদস্যকে এ গোল্ডকার্ড ভিসা প্রদান করা হয়।