প্রবাস মেলা ডেস্ক: ‘উন্নয়নের অংশীদার প্রবাসীরাও দাবিদার’ এই স্লোগান নিয়ে প্রবাসীদের সুখে ও দুঃখে দীর্ঘ ৯ বছরের পথ পারি দিয়ে ১০ম বর্ষে পদার্পণ করল প্রবাস মেলা। যারা এই দীর্ঘ পথ চলার পথে অক্লান্ত পরিশ্রম করেছেন কিন্তু এখন আমাদের সাথে নেই, প্রথমে তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রবাসীদের মুখপত্র প্রবাস মেলার সম্পাদক, উপদেষ্টা, শুভাকাঙ্খী, বিজ্ঞাপন দাতা সহ যে সকল সহযোদ্ধারা বা যারা অন্তরালে থেকে এতদূর এগিয়ে নিয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এরই ধারাবাহিকতায় আমিরাত প্রবাস মেলার পাঠক ফোরামের আয়োজনে দুবাইয়ের একটি স্থানীয় হোটেল হলরুমে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর সভাপতি শিবলী আল সাদিক, সার্ক সাংবাদিক ফোরাম আমিরাতের সভাপতি সামসুর রহমান সোহেল, দৈনিক ইত্তেফাক আরব আমিরাত প্রতিনিধি এস এম ফয়জুল শহিদ ফয়সাল, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর দপ্তর সম্পাদক ফখর উদ্দিন মুন্না, কিউ টিভি আমিরাত প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, এশিয়ান টেলিভিশন দুবাই প্রতিনিধি সাগর দেব, সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরোয়ার, দুবাই নিউজ টুডের বাংলাদেশ কো-অডিনেট সাইফুল ইসলাম, ডেইলি ঢাকা প্রেস এর দুবাই প্রতিনিধি সানজিদা ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সদস্য জশিম উদ্দিন, বাংলাদেশ প্রবাস ক্লাব আমিরাতের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, মো: আশরাফ, মো: শওকত হোসেন, মো: হাবিবুর রহমান, ইফতেখার, মো: ফরহাদ, মো: ফিরোজ প্রমুখ।
উপস্থিত সকলকে সাথে নিয়ে কেক কাটেন প্রবাস মেলা’র আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক।