লুৎফুর রহমান, দুবাই, ইউএই: ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ সরকার জনগনের সরকার, মেহনতী মানুষের সরকার। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে ৪৭তম মহান বিজয় উদযাপন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন বক্তারা। রবিবার (১৬ই ডিসেম্বর) শারজাহের একটি রেস্তোরায় সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের উদ্যোগে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
৪৭তম মহান বিজয় উদযাপন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জায়গীরদারের পরিচালনায় ও আমিরাত আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউসুফ। প্রধান বক্তা ছিলেন আমিরাত আওয়ামী লীগের সহ-সভাপতি ও শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ।
বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা মাজহার উল্লাহ মিয়া, আব্দুল হাই, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সদস্য বাবু সমর দাস, আমিরাত আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হক মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আলতাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম, সহ অর্থ সম্পাদক নূর কামাল, দপ্তর সম্পাদক মীর আহমদ খোকন, সাংগঠনিক সম্পাদক হানিফ ভূইয়া, আমিন হাসান খাঁন, ফখর উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, মসুদ আলী, রুবেল হোসেন সহ অনেকে।