মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র অভিষেক অনুষ্ঠানে উন্মোচিত ৭২ পৃষ্ঠার স্মারকগ্রন্থ ‘প্রদীপ্তি’ নামে ম্যাগাজিনটি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে প্রদান করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি শুক্রবার শারজাহ আল-হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত সভায় এ স্মারকগ্রন্থটি প্রদান করা হয়। এ সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রেসক্লাবের জন্য শুভ কামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম সাইফুল, সদস্য শামসুল হক-সহ অন্যান্যরা।