মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণরুপে নিষিদ্ধ। তারপরও এশিয়ান একশ্রেণীর লোক ভ্রমণ ভিসায় এসে ভিক্ষাবৃত্তি করে যাচ্ছে। যা সুন্দর দেশটিতে অসুন্দর ও বেমানান কাজ একেবারেই পছন্দ করেন আমিরাতের পুলিশ প্রশাসন। বিশেষ করে পবিত্র মাহে রমজানকে পুঁজি করে এ ভিক্ষাবৃত্তি বেশি করা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের নজরে আসে।
এর ফলে ভিক্ষুকদের জন্য করা হয়েছে জরিমানার বিধান। এতে কেউ ভিক্ষাবৃত্তি করলে আর তা হাতেনাতে ধরা পড়লে ওই ভিক্ষুককে গুনতে হবে ৫ হাজার দিরহাম (বাংলাদেশি প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) জরিমানা এবং তিন মাসের জেল। পাশাপাশি যেসব ট্যুরিস্ট কোম্পানিগুলোর মাধ্যমে ভ্রমণ ভিসা সংগ্রহ করে আমিরাতে এসেছেন সেসব কোম্পানিগুলোর জন্য রয়েছে ২ হাজার দিরহাম জরিমানা এবং তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।
পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার আবদেল হামিদ আবদুল্লাহ আল-হাশিমি স্থানীয় খালিজ টাইমসকে জানান, বেশিরভাগ ভিক্ষুক ভ্রমণ ভিসায় এসেছেন ট্যুরিস্ট কোম্পানিগুলোর মাধ্যমে। এ জন্য ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযান শুরু হয়েছে। অভিযান সম্পর্কে তিনি বলেন, ভিক্ষুকদের গ্রেফতার ও পবিত্র রমজান মাসে ভিক্ষা করতে না দেয়ার লক্ষ্যেই এ অভিযান। পাশাপাশি ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্লোগানে সবাইকে এর সঙ্গে যুক্ত হওয়ারও আহবান জানান তিনি।
সাম্প্রতি দুবাইয়ের আল-কুজ এলাকা থেকে এক এশিয়ান ভিক্ষুককে গ্রেফতার করা হলে তার আয়ের খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে, প্রতি মাসে তার আয় ১ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা, যা রীতিমতো চমকে ওঠার মতো।