মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি (BDEWS) দুবাই ও উত্তর আমিরাত এর আয়োজনে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজিত এ বনভোজনে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মো: ইকবাল হোসেন খান। ওয়েলফেয়ারের সভাপতি খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন BDEWS এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু।
প্রধান অতিথি বলেন, আমিরাতে পেশাজীবী সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি, পেশাদায়িত্বের পাশাপাশি তারা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। তিনি বলেন, আমিরাতের পেশাজীবী সংগঠনের মধ্যে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটিই সেরা।
বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসুলেটের প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা নুরে মাহাবুবে জয়া, প্রথম সচিব লেবার ফকির মোঃ মনোয়ার হোসেন।
বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, সাইফুর রহমান, মাহাবুব আলম মানিক, মোঃ রাজা মল্লিক, মোঃ আশিক মিয়া, নুরুল আলম, আমিরুল ইসলাম এনাম।
BDEWS এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি এস এম মহিউদ্দিন, সহ-সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ, যুগ্ম-সম্পাদক তোফাজ্জেল হোসাইন, যুগ্ম-সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আকতারুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ শাহিনুল হাসান, দপ্তর সম্পাদক তৈয়ব আলী তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক অজিৎ কুমার সরকার, সমাজ কল্যান সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসাইন, আইটি বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল রহমান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সহ-প্রচার সম্পাদক এস এম ওবায়দুল মজুমদার ও সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্যগণের মধ্যে মোঃ শেকুল ইসলাম ভুইয়া, মোঃ শামছুল আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, অলোক রঞ্জন মজুমদার, মোঃ কামরুল ইসলাম চৌধুরী, এ.কে.এম জাকির হোসাইন. জে.এইচ.এম আবু নাছের, আবু তাহের ভুইয়া, মোস্তফা-ই-কাদির, জাহিদ মাহমুদ, মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
বনভোজনের আয়োজনের মধ্যে ছিল চিত্রাংঙ্কন প্রতিযোগীতা, কাপেল গেম, ২১ শে কুইজ সহ নানান রকম গেমস শো।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশের সামজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সংবাদকর্মী এবং কমিউনিটি ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।