মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর অবকাঠামো উন্নয়নের জন্যে দুই প্রবাসী ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।
সোমবার দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান ও প্রথম সচিব ( শ্রম) ফকির মনোয়ার হোসেনের উপস্থিতিতে আমিরাতের বাংলাদেশি বৃহত্তর সুপার মার্কেট গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ আকতার হোসেন সিআইপি ২৩ লাখ ৫০ হাজার ও আজমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আসিক সিআইপি ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে আরব আমিরাতের ২৮ বছরের পুরোনো স্কুল ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে অবকাঠামো তৈরি ও অন্যান্য খরচ মিলে এতে ব্যয় হতে পারে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম।
অনুদানের চেক হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন স্কুল উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন, স্কুল অধ্যক্ষ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুবোধ চৌধুরী প্রমুখ।