প্রবাস মেলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে এতদিন শ্রমিক ভিসা বন্ধ থাকলেও, ডাক্তার প্রকৌশলীসহ উচ্চ সার্টিফিকেট ধারীদের জন্য স্কিল ভিসা ছিল সম্পূর্ণ উন্মুক্ত। এ অবস্থায় গত রোববার থেকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধ করে দেয় দেশটি।
তবে এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ট্রান্সফার ভিসা চালু রেখেছে আরব আমিরাত। শুধুমাত্র দুবাইয়ে ভিসা ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। ইতিমধ্যে যারা ভিসা এন্ট্রি পারমিট পেয়েছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তবে লেবার এপ্রুভ থাকলেও, যেসব ভিসা এন্ট্রি পারমিট পায়নি সেগুলো আর এপ্রুভ হচ্ছে না। এই বিষয়ে আমিরাত সরকার এখনো কোনো বিবৃতি না দেয়াতে বাংলাদেশ মিশনও নিশ্চিত করতে বলতে পারছেন না ভিসা বন্ধের মূল কারণ।
ভিসা বন্ধ নিয়ে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন গণমাধ্যমকে জানায়, আমিরাত সরকার ভিসা বন্ধের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এজন্য আমরা এর কারণ নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ধারণা করছেন সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে গত শুক্রবার আমিরাতে বিভিন্ন প্রদেশে মিছিল করেন বাংলাদেশি প্রবাসীরা। রাজতন্ত্রের এই দেশটিতে এমন কর্মকাণ্ড অপরাধ বলে বিবেচিত হওয়ায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ১ জনকে ১১ বছর এবং ৫৩ জন বাংলাদেশি প্রবাসীকে ১০ বছর কারাদণ্ড দেয়ার পর দেশে প্রেরণ করা হবে। এমনকি এই ধরপাকড় কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। হতে পারে এই কারণে আমিরাত সরকার ভিসা সাময়িক বন্ধ করেছেন।
তিনি আরও জানান, দ্রুত ভিসার সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা চালানো হবে। এদিকে ভিসা বা টাইপিং কাজের সাথে সম্পৃক্ত সেক্টরের সাথে জড়িতদের কাছ থেকে জানা গেছে, নতুন ভিসা বন্ধ থাকলেও আমিরাতের যে কোনো প্রদেশ থেকে বাংলাদেশিরা দুবাইয়ে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। একই সাথে ভিসা রেনু করাতেও কোনো সমস্যা হচ্ছে না।