লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র উদ্যোগে আলী মুসা সাজ্জা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার শারজাহের সাজ্জা এলাকার একটি রেস্তোরায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র সাজ্জা শাখার উপদেষ্টা আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম জিলানির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ। সম্মেলনের উদ্ভোধক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহ’র সাধারণ সম্পাদক খোরশেদ মোবারক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই বঙ্গবন্ধুর মত রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধু পরিষদের সকলকে অনুরোধ করব, আপনারা বঙ্গবন্ধু সম্পর্কে জানুন, বঙ্গবন্ধুর মত করে রাজপথে চলুন, আপনারা শপথ করুন, যতদিন বেচে থাকবেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপদেষ্টা আব্দুল কুদ্দুস মোল্লা, সহ সভাপতি এ কে এম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহেম্মদ, নাছির উদ্দিন খোকন প্রমুখ।
সম্মেলনে আব্দুল খালেক মিলনকে সভাপতি ও এনায়েত হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।