মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আমিরাত প্রবাসীদের চাওয়া ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজটির নাম বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হচ্ছে। ১৯৯১ সালে রাস আল খাইমায় প্রতিষ্ঠিত বাংলা স্কুলটির নাম এই নিয়ে তৃতীয় দফায় পরিবর্তন হতে যাচ্ছে। প্রস্তাবিত স্কুলের নতুন নাম ‘বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নির্ধারিত হয়েছে।
৩০ জুলাই মঙ্গলবার রাস আল খাইমার ইকোনমিক জোন (RAKEZ) এর সাথে নতুন জায়গায় অত্যাধুনিক স্কুল নির্মাণের লক্ষ্যে ৫০ বছর মেয়াদি জমির লিজ চুক্তি স্বাক্ষরিত করা হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান।
৮৭ হাজার বর্গফুট আয়তনের অবকাঠামো তৈরি ও অন্যান্য খরচ মিলে এতে ব্যয় হতে পারে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে অর্থ সহায়তার আশ্বাস দেন। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন প্রবাসী আর্থিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন।