লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোজাহিদ আলীর আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার শারজাহের বাংলা বাজারের একটি রেস্তোরায় প্রবাসী সুনামগঞ্জ সমিতি উক্ত সংবর্ধনার আয়োজন করে।
প্রবাসী সুনামগঞ্জ সমিতির সভাপতি শফিকুল হকের সভাপতিত্বে ও ওমর আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী সুনামগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত অতিথি মোজাহিদ আলী।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সুনামগঞ্জ সমিতির উপদেষ্টা আখল আলী, কমিউনিটি নেতা আজিম মাষ্টার, ইউসুফ আলী, আব্দুল হক, শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ শরীফ।
আরো বক্তব্য রাখেন আল আমীন, দেলোয়ার খান,শাহান আহমদ, সাজুর মিয়া, শাহীনুর আলম শাহীন, মতুর্জা আলী, ইমতিয়াজ, আব্দুল আহাদ, জাহেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসী সুনামগঞ্জ সমিতির ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী শামছুল ইসলাম।