লুৎফুর রহমান, দুবাই, ইউএই: প্রত্যেক প্রবাসীই একেকজন মানবতাকর্মী। দেশ ও নিজ এলাকার প্রতি দুর্যোগে তারা সবসময়ে পাশে থাকেন। সংযুক্ত আরব আমিরাতের আজমানে মৌলভীবাজারের কুলাউড়া শরীফপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান নছিবুর রহমান নাছিমের আরব আমিরাত আগমণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় এসব বলেছেন বক্তারা।
৮ নভেম্বর বৃহস্পতিবার আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে সভাপতিত্ব করেন প্রবাসী শরীফপুর সমিতির সভাপতি আব্দুল হামিদ। কুলাউড়া সমিতি উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌমোজা প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি সৈয়দ লিয়াকত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, খন্দকার হুমুায়ুন কবির, সালাহ উদ্দিন মধু, হান্নান তালুকদার, আব্দুল হামিদ বদরুল, মো. মাসুদ আলী, আবু সারোয়ার তালুকদার, মো. মখলিছ মিয়া, জহিরুল ইসলাম বদরুল।
এ সময় আরো বক্তব্য রাখেন ফজলুল হক, খতিব আলী, আবুল কালাম, গুলজার খান, তজম্মুল ইসলাম, আব্দুস সালাম, জুবের আহমদ, ইছমত আরী, এমদাদুল হাসান নাছের, আজমল আলী, মাওলানা ফখর উদ্দিন ও ফয়ছল আহমদ।
সাদিকুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানা স্মারক প্রদান করা হয়।
সবশেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু রুকিয়ান।