লুৎফুর রহমান, দুবাই, ইউএই: প্রবাসীদের মধ্যে প্রীতি সম্মিলনীগুলো পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি করে। প্রবাসে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের মধ্যে নিয়মিত এমন আয়োজন দরকার। টাঙ্গাইল জেলা প্রবাসীকল্যাণ সমিতির প্রীতি সম্মিলনীতে এসব বলেছেন বক্তারা।
২৩ নভেম্বর শুক্রবার আরব আমিরাতের শারজাহে একটি কটেজে মনোরম পরিবেশে এ আয়োজনে ছিলো ছোঠ বড়ো সকলের স্বত:স্ফূর্ত উপস্থিতি।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, জাদু পরিবেশন সহ নানা মনকাড়া আয়োজনে প্রবাসীদের মাতিয়ে রাখেন আয়োজকেরা।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম খান রঞ্জুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠজন প্রকৌশলী আব্দুস সালাম খান। বিশেষ অতিথি ছিলেন শহিদুল হক খান, তপন সিদ্দিকী, নুরুজ্জামান, খলিলুর রহমান, কাজী ইমামুল হক, আলমগীর হোসেন, মুস্তাফিজুর রহমান মিয়া, দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নূর এ আলম। জাদু পরিবেশন করেন প্রবাসী জাদু শিল্পী সানোয়ার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাদরুল আলম, শবনম আক্তার, রিপন মিয়া, লাবনী আক্তার সহ আরো অনেকে।