লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে ৪৭তম মহান বিজয় দিবস ও জাতীয় নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরায় বাংলাদেশ ছাত্রলীগ দুবাই শাখা এর আয়োজন করে।
দুবাই ছাত্রলীগের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহান উদ্দিন ও আফরোজ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদ। প্রধান বক্তা ছিলেন ১/১১ এর সাবেক ছাত্রলীগ নেতা ও আমিরাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, শারজাহ ছাত্রলীগের সভাপতি নাসির আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের বানিজ্য বিষয়ক সম্পাদক সাইম আল মামুন, দুবাই ছাত্রলীগের সহ সভাপতি শেখ বদরুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন শারজাহ ছাত্রলীগের সহ সভাপতি শামিম আহমদ, আমিরাত ছাত্রলীগ নেতা রাহিব রহমান, কামরান মিয়া, আওয়ামী লীগ নেতা জমসিদ মিয়া, জামাল আহমদ সহ অনেকে।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে ছাত্রলীগ সকল সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। ছাত্রলীগের অতীতের নেতারা দেশের জাতীয় রাজনীতির কর্তাব্যক্তি হিসেবেও পরিচিত। এই সংগঠনের ঐতিহ্য বজায় রাখতে প্রবাসেও তারা আন্তরিক থাকবেন। আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় নির্বাচনে সব সময় বিশেষ ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, শুধুমাত্র ছাত্রলীগের প্রত্যেকটি পরিবার যদি নৌকা মার্কায় ভোট দেয় তাহলে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবে না। বাংলাদেশের গত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে।