লুৎফুর রহমান, দুবাই, ইউএই: ৭১ বাংলাদেশের ইতিহাসে কেবল একটি সংখ্যা নয় বরং বিশাব্যাপী বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়াবার চেতনা। ৭১ সালে মুক্তিযুদ্ধে অর্জিত হয় লাল সবুজের পতাকা। ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঠিক তেমনি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। আরব আমিরাত ছাত্রলীগ আয়োজিত ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ছাত্রলীগকে আরো গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার আরব আমিরাতের আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আমিরাত ছাত্রলীগের সভাপতি রিয়াদ মাহমুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন দেলোয়ার এইচ খান।
অনুষ্ঠােনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত আল ইসলাহ নেতা মির্জা আবু সুফিয়ান, যুবলীগ নেতা মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহীন আহমেদ, আমিরাত ছাত্রলীগ নেতা আয়নুল হক, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাবেল আহমেদ, মুহি উদ্দিন জালালী, সজিব আহমেদ, হুমায়ুন আহমেদ, নাসির আহমেদ, আলী আসকর, শেখ মোঃ আলম, নুর হোসেন রিপন, শামস উদ্দিন, আজিম উদ্দিন সুজন সহ আরো নেতাকর্মীরা।
জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ইউএই বাউল সংগীত গ্রুপের প্রধান উপদেষ্টা বাউল শিপন কর্মকার।