লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাদশা মিয়ার ইউরোপ গমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরায় গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি হাজী আব্দুর রবের সভাপতিত্বে ও সাবেক অর্থ সম্পাদক শাহিদুল হক সোহেলের ও প্রচার সম্পাদক আলী আসগরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি মোহাম্মদ বাদশা মিয়া।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, কমিউনিটি নেতা ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক চুনু মিয়া, ক্বারী নিজামুল ইসলাম, মুহিবুর রহমান সহ আরো অনেক।