লুৎফুর রহমান, দুবাই, ইউএই: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাটি ও মানুষের প্রিয় নেতা বৃহত্তর সিলেটের কৃতীসন্তান, সাবেক নন্দিত সংসদ সদস্য জাতীয় নেতা মরহুম আব্দুল জব্বারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।৩০ আগস্ট বৃহস্পতিবার আমিরাতের শারজাহে একটি রেস্তোরায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এ মানুষকে প্রবাসে স্মরণ করার আয়োজন করে আমিরাতে অবস্থানরত প্রবাসী কুলাউড়া উপজেলাবাসী।
স্মরণ সভা উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল ইসলামের পরিচালনায় বরেণ্য এ মানুষকে স্মরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তাজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক আজমল আলী৷ আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ বাল্যবিবাহ্ প্রতিরোধ ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক জাকির মনির৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রহমত আলী সুয়েব, সাবেক ছাত্রনেতা বদরুল হোসেন সিদ্দিকী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক আহমদ হুসেন মীর খোকন, কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সিনিয়র সহ সভাপতি ইলিয়াছ আমীর আলী, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক গোলাম মর্তুজা৷
স্বাগত বক্তব্য রাখেন আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গীর আলম৷
বক্তব্য রাখেন জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আমদ, কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সহ সভাপতি মো: মসুদ আলী, আবু সারোয়ার তলুকদার, আনসারুল আমীন, নজরুল ইসলাম রুহেল, সি: যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহুল, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মুহিত শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হাসান নাছির, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমদ, মুক্তিযুদ্ধ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সদস্য রুবেল আহমদ, জানে আলম, জসীম উদ্দিন, রুবেল হুসাইন, দেলোয়ার হুসাইন এনাম, বড়লেখা সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সহ শতাধিক প্রবাসী কুলাউড়াবাসী৷
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের সাধারন সম্পাদক ক্বারী মাও ইমদাদুল হক, কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের ধর্ম সম্পাদক ক্বারী আবু রুকিয়ান, প্রতিষ্টাতা আহবায়ক মাও সাদিকুর রহমান চৌধুরী৷