লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়ার কৃতি সন্তান সাবেক তুখোড় ছাত্রনেতা শাহরিয়ার আলম সামাদ, কুলাউড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আবুল বাশার এবং দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আজিজুল ইসলামের আমিরাত আগমন উপলক্ষে কুলাউড়াবাসীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২০ অক্টোবর শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় কুলাউড়াবাসীর পক্ষ থেকে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলামের পরিচালনায় মতবিনিয়ম প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা হাজী আব্দুল হামিদ৷ প্রধান বক্তা ছিলেন কুলাউড়া সমিতি দুবাই ও উত্তর আমিরাতের প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম তালুকদার লিটন৷
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারন সম্পাদক দেলোয়ার হুসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী জি এম জায়গীরদার, কুলাউড়া সমিতির উপদেষ্টা মোহাম্মদ রজব আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ মখলিছ মিয়া, সিলেট বিভাগ সমাজকল্যাণ পরিষদ ফুজিরার সম্মানিত সভাপতি মোহাম্মদ মোক্তার মিয়া, বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আমিন হাসান খাঁন, কুলাউড়া সমিতির সহ সভাপতি মোহাম্মদ মসুদ আলী, সহ সভাপতি আবু সারোয়ার তালুকদার, যুগ্ম সম্পাদক আব্দুল মুহিত শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাপলু, তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হাসান নাছির, আইন বিষয়ক সম্পাদক বিমল দাস, মুক্তিযুদ্ধ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সদস্য রিপন হাসান, রুবেল হুসাইন, রুবেল আহমদ, জানে আলম, নুর মোহাম্মদ, কাওছার আহমদ, জসীম আহমদ সহ শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সহ সভাপতি আনছারুল আমিন৷ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলায়াত করেন কুলাউড়া সমিতির উপদেষ্টা মাও সাদিকুর রহমান চৌধুরী।
