মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৬ মে রবিবার শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্টে হলরুমে ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নজরুল ইসলাম লিটন তালুকদার এর সভাপতিত্বে পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সভাপতি হাজী আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাসার, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি আজাদ লালন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যান সম্পাদক চুনু মিয়া, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ডা: শামসুল ইসলাম, শারজাহ’র বিশিষ্ট ব্যবসায়ী বাইত আল ফালাহ ট্রাভেলস এর সত্ত্বাধিকারী হাজী শামিম আহমদ, বাহুবল প্রবাসী কল্যান পরিষদের সভাপতি আজিজুর রহমান উজ্জল, ব্যবসায়ী মাওলানা সাদিকুর রহমান, পরিষদের সাধারন সম্পাদক ইছমত আলী, পরিষদের সহ সভাপতি মসুদ আলী, মিয়া মো: সিজ্জিল, রুহেল আহমদ, আবু সারোয়ার তালুকদার, আনোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন রউফ, সহ সাধারন সম্পাদক শাহাজান সজিব, নুরুল ইসলাম, রিপন মজুমদার, আশরাফ খাঁন হিরন, সাংগটনিক সম্পাদক নুরুল ইসলাম রুহুল, খলিলুর রহমান, লুৎফুর মিসবাহ, সহ বিভিন্ন সামাজিক সংগটন ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
বক্তারা মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর বর্ণীল জীবনের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওসমানী সাহেবের সঠিক অবদানকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য পাঠ্যপুস্তকে ওসমানী সাহেবের জীবনী লিপিবদ্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পরিষদের সভাপতি জনাব নজরুল ইসলাম লিটন তালুকদার তার বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশি নেতৃবৃন্দকে ওসমানী স্মৃতি পরিষদে যুক্ত হওয়ার উদাত্ত আহবান করেন। পরিষদের সহ সভাপতি ক্কারী আবু রুকিয়ান সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।