লুৎফুর রহমান, দুবাই, ইউএই: সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আল দ্যায়িদ বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আল দ্যায়িদের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্টানে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে বন্ধী রাখায় প্রতিবাদ জানানো হয়।
আল দ্যায়িদ বিএনপির সভাপতি এম এ কুদ্দুছ খাঁ মজনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক রুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু।
বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক সিজিল আহমদ, আল দ্যায়িদ বিএনপির উপদেষ্টা জাহেদ আহমদ, সায়েস্তা চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আব্দুল করিম, মোহাম্মদ হারুন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি মিসবাহ উদ্দিন, মোতাহের হোসেন চৌধুরী, ইমরান আহমদ ও সিনিয়র সাধারণ সম্পাদক ফজলুল করিম।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি কামাল উদ্দিন সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, আরাফাত রহমান, ফোরকান আহমদ, মাসুক মিয়া, ইকবাল আহমদ সাইফুল প্রমুখ।