মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: আরব আমিরাতের মোসাফফা সানাইয়া ৪৪ নং বাংলাদেশী মালিকানাধীন বিপনী বিতান গ্রুপ “মোহাম্মদ আকতার সুপার মার্কেটের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাশ এন্ড ক্যারী পাইকারী মার্কেটের ফিতা কেটে উদ্ভোধন করা হয়। বিকালে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকতারের সভাপতিত্বে ব্যাংকার মামুন কাউছারের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছৈয়দ মুহাম্মদ তাহের শাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজাদা আল্লামা ছৈয়দ কাশেম শাহ, আনজুমানের সহ সভাপতি মহসিন চৌধুরী, মোহাম্মদ শাহেদুল ইসলাম, হাটহাজারী জাগৃতির ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, আনিছুল ইসলাম, আল আমিন সহ সুপার মার্কেটের সদস্য বৃন্দরা সহ অনেকে উপস্থিত ছিলেন।
কোম্পানীর চেয়ারম্যান আকতার বলেন, আমিরাতে বাংলাদেশিদের নতুন শ্রম বাজার বন্ধ ও ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। দু’দেশের মাঝে কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শ্রম বাজার চালুর দাবী জানান। এই সুপার মার্কেট গ্রুপের মাধ্যমে প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় উৎপাদিত পণ্য বিশ্ব বাজারজাত করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আমিরাতের সাতটি প্রদেশে শিঘ্রই বিভিন্ন শাখার উদ্ভোধনের ঘোষণা দেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকতার।
এইছাড়া সুপার মার্কেটে দেশীয় প্রতিষ্ঠানে গার্মেন্টস, ইলেক্ট্রনিক, কসমেটিক ও ফুড আইটেম সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিশেষ মূল্য ছাড় রাখা হয়েছে কোম্পানীর পক্ষ থেকে।