মহিউল করিম অশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের ৪৮তম জাতীয় দিবস উপলক্ষে আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে বৈচিত্রময় আয়োজনের মাধ্যমে একটি বিশেষ ফ্লাইট উড়িয়ে বিশ্ব রেকর্ড করেছেন এমিরাটস এয়ারলাইন্স। যা জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
এক ফ্লাইটে সবচেয়ে বেশি দেশের নাগরিকের একসাথে ওড়ানোর নতুন বিশ্ব রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পরিচালক তালার উমার । তিনি বলেন ১৪৫ দেশের ৫৪১ যাত্রী নিয়ে ফ্লাইটটি আকাশে উড়ে নতুন রেকর্ড গড়েছে।
মোট ৫৪১ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দুবাই বিমানবন্দর থেকে দুপুর ১২ টার কিছু পর ছেড়ে গিয়ে দেশটির সাতটি ষ্টেটে ও পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে পুনরায় তা আবার দুবাই বিমানবন্দরে ফিরে আসে।
উড়োজাহাজটি ৭ হাজার ফুটেরও কম দূরত্ব বজায় রেখে আকাশে তার পুরো উড়ান শেষ করে, যাতে যাত্রীরা আমিরাতের নৈসর্গীক সৌন্দর্য্য উপভোগ করতে পারেন।
উড়জাহাজে ভ্রমনকারী যাত্রীরা নতুন এক অভিজ্ঞতা ও বিশ্ব রেকর্ডের সাক্ষি হয়ে থাকলো।