লুৎফুর রহমান, রাস আল খাইমাহ, ইউএই: মহান স্বাধীনতা যুদ্ধে যেসব মানুষ প্রাণ দিয়ে এনে দিয়েছেন স্বাধীনতা তাঁদের স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। দেশের বাইরে বিশ্বের মানচিত্রে আমরা স্বগৌরবে মাথা উঁচু করে যেন দাঁড়াই সেই স্বপ্নের বীজ বুনেছিলেন তাঁরা। তারা ভিনদেশে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল রাখা মানে শহীদের স্বপ্নপূরণের একটি পথে যাওয়া। আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এ কথা বলেছেন।
১৬ ডিসেম্বর আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ স্কুলের বিজয় উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আরব আমিরাত সরকার ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমার সময় বাড়িয়েছেন, তাই এ সময়ের মধ্যে সকল অবৈধ বাংলাদেশীকে বৈধ হবারও অনুরোধ করেন তিনি।
স্কুল প্রাঙ্গণে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল – কলেজ এর সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ।
সাংবাদিক লুৎফুর রহমান ও সংবাদপাঠিকা তিশা সেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। বিশেষ অতিথি ছিলেন কনুসলেটের কমার্শিয়াল কাউন্সেলর ড. এ কে এম রফিক আহাম্মেদ, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন এবং নারী উদ্যোক্তা গুলশান আরা।
এ সময় আরো বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠানিক সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী, প্রচার সম্পাদক মো আলমগীর , সহ অর্থ সম্পাদক মো. দিদার, নির্বাহি সদস্য মো. জাহাঙ্গীর সহ আরো অনেকে।
এ সময় বার্ষিক পরীক্ষা এবং নানা প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান এবং নাচ পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী এবং আরব আমিরাতে থাকা প্রবাসী শিল্পীবৃন্দ।