মহিউল করিম আশিক, ইউএই প্রতিনিধি: আমাদের স্বপ্ন আমাদের দেশ আমরাই গড়বো বাংলাদেশ, গরীব দুঃখী অসহায় মানুষ ও মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থমানবিক সেবা দানের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল আইনে যাত্রা শরু করল সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদ। এ উপলক্ষে সুপার রেস্টুরেন্ট হল রুমে ১২ এপ্রিল ২০১৯ ইং, শুক্রবার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব এম. এস. ইসলাম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিব, অর্থ সম্পাদক শফিউর রহমান সবুজ ও দপ্তর সম্পাদক আলীম উদ্দীন । উক্ত অনুষ্ঠানে মো: খাছা উদ্দিন কে প্রধান উপদেষ্টা, আতাউর রহমান আতা কে সিনিয়র উপদেষ্টা, এম, এস, ইসলাম শিমুল কে সভাপতি, শাহরিয়ার হাবিব কে সাধারণ সম্পাদক, ছাবের আহমেদ কে যুগ্ম সাধারণ সম্পাদক, মো: ছালেহ উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক, শফিউর রহমান সবুজ কে অর্থ সম্পাদক, ছিদ্দিকুর রহমান কে প্রচার সম্পাদক, আব্দুল আলীম কে দপ্তর সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা ছিলেন মো: বদরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ । বিশেষ অতিথি ছিলেন আশিকুর রহমান, সাবেক সি.আই.পি সংযুক্ত আরব আমিরাত। বিশেষ অতিথি আব্দুল লতিফ, প্রধান উপদেষ্টা কুলাউড়া সমিতি (সংযুক্ত আরব আমিরাত) ও বদরুল ইসলাম সিদ্দিকী, আবুল কালাম, এইচ, এম, ফারুক, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম (ইয়াহইয়া), ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান টিটু, তারেক আহমেদ সাদিক সহ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাগতিক বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, বক্তব্য রাখেন রাহিয়ানুল ইসলাম শামীম, ছদরুল ইসলাম, জায়েদ আহমেদ, মো: ছালেহ উদ্দীন, শাহাবুদ্দিন শুভ, মাসুদ সায়েম, নজরুল ইসলাম, আবুল হাছান রিপন সহ আরও অনেকে।
কোরআন তেলাওয়াত করেন বসির আহমেদ। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ সমাজের বিভিন্ন অসংগতি সহ সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। বক্তাগণ বলেন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে বর্তমান যুবসমাজকে কিছু করার অগ্রাধিকার দিতে হবে। তাদের কে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে অদূর ভবিষ্যতে একটি গঠনমূলক সমাজ এই জাতী তথা অনাগত নতুন প্রজন্ম উপহার পাবে এবং একটি স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা এই তরুণদের মধ্য যে চিন্তা চেতনা দেখতে পাচ্ছি আপনার যদি প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ অবস্থা থেকে আর্থিক ও মানবিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই সোনার ছেলেরা একদিন সোনার বাংলা কে সোনায় পরিণত করতে সক্ষম হবে। তারা আরও বলেন এই তরুণদেরকে বিতর্কের মাঝে না জড়িয়ে যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়ে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবতায়ণ করতে সহযোগিতার ভূমিকা পালন করুন।
বক্তাদের বক্তব্য কে সাধুবাদ জানিয়ে সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের সভাপতি এম. এস. ইসলাম শিমুল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন। তিনি বলেন আমরা সামাজিক কাজ করতে চাই, বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে চাই, যারা সাহায্য সহযোগিতা করেছেন বা করবেন, আপনাদের বিশ্বাস ভরসা আমাদের কাছে আমানত, আমরা আপনার আমনাতকে সঠিক ভোক্তার কাছে পৌঁছে দিতে অঙ্গিকার বদ্ধ।
আপনারা যুবসমাজকে ছোট করে বা অবহেলা চোখে দেখবেন না, যুবসমাজেও অনেক বিশ্বাসী রয়েছে রয়ছে সত্য ও ন্যায় পরায়ন ব্যক্তিত্ব এ পর্যন্ত বাংলার ইতিহাসে যত সাফলতা এসেছে তাঁর বেশির ভাগেই অবধান রয়েছে যুবসমাজের তা অস্বীকার করা অগ্রহন যোগ্য। তিনি সোনার বাংলা জাতীয় ঐক্য পরিষদের সকল সদস্য কে দলমত নির্বিশেষে হিংসা মুক্ত মনোভাব নিয়ে হাত হাত রেখে কাজ করার আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।