মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আঞ্জমানে আল ইসলাহ কর্তৃক আয়োজিত শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্ট হলরুমে দোয়া ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়। আঞ্জমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ক্বারী নিজামুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক নাশিদ শিল্পি বিশিষ্ট সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ আরব আমিরাত শাখার সভাপতি কুলাউড়া সমিতির প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, গোলাপগঞ্জ প্রবাসী সমাজ কল্যান সংস্থার আরব আমিরাত এর সাধারণ সম্পাদক ডাঃ সামছুল ইসলাম, সিলেট বিভাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মির্জা আবু সুফিয়ান, কুলাউড়া সমিতির সহ সভাপতি মসুদ আলী, সহ সভাপতি ক্বারি আবু রুখিয়ান, সাধারণ সম্পাদক ইছমত আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুহুল, সাংগঠনিক সম্পাদক আবু ছারওয়ার তালুকদার, যুগ্ম সম্পাদক আশরাফ খাঁন হিরন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হাসান নাসির, নুরুল ইসলাম, ওসমানী স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সহ আমিরাতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভার শেষে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আঞ্জুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ।