প্রবাস মেলা ডেস্ক: বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গান উপহার দেওয়ার পাশাপাশি প্লেব্যাক, স্টেজ শো নিয়েও তিনি নিয়মিত ব্যস্ত থাকেন। বর্তমান সময়ে কনা হয়ে উঠেছেন সিনেমার গানের অন্যতম নির্ভরযোগ্য নারী কন্ঠশিল্পী। তার গাওয়া বেশ কিছু সিনেমার গান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া মিউজিক ভিডিওতেও গানের পাশাপাশি কনার পারফরমেন্সও মুগ্ধ করেছে দর্শকদের।
সব মিলিয়ে কেমন আছেন? কনা বলেন, ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময়। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? কনা বলেন, স্টেজ শো নিয়ে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। কারণ এখন শীতের মৌসুম। বিভিন্ন স্থানে শো এর আয়োজন বেশি হচ্ছে। আমিও দেশের বিভিন্ন স্থানে নিয়মিত শো করছি। এর পাশাপাশি নতুন গানের কাজও করছি।
স্টেজ শোতে ব্যস্ততা কেমন উপভোগ করেন? কনা বলেন, আমি সরাসরি গান শোনাতে সব সময় পছন্দ করি। স্টেজ আমার খুব প্রিয় জায়গা। সেখানে গেলেই অন্যরকম শক্তি ভর করে নিজের ওপর। শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হই সরাসরি। আমার গানে তাদের উন্মাদনা দেখে অবাক হই। উচ্ছ্বসিত হই। বারবার তাদের কাছে গান নিয়ে হাজির হওয়ার অনুপ্রেরণা পাই।
নতুন গানের কি খবর? কনা বলেন, নতুন গানের কাজতো করছি। বেশ কিছু সিনেমার গানে কন্ঠ দিয়েছি। তাছাড়া নতুন কয়েকটি গানে কন্ঠ দিলাম। এরমধ্যে দুটি গানের সুর করেছেন এহতেশাম। আর সংগীতায়োজন করেছেন রেজওয়ান। দুটি গান দুই রকমের। গানগুলো প্রকাশ হলে সবার ভালো লাগবে আশা করি।
এখন অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? কনা উত্তরে বলেন, এখন অবস্থা মোটামুটি। অনেক ভালো বলা যাবে না। আবার খুব খারাপও না। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে ভালো কাজ করার। এখন যেহেতু ডিজিটালি গান প্রকাশ হচ্ছে, তাই যে কেউ নিজের ইচ্ছেমতো গান প্রকাশ করতে পারছে। এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। তবে আমি মনে করি শেষ পর্যন্ত ভালো গানগুলোই টিকে থাকবে। তাই ভালো কাজ করে যাওয়াটাই মুখ্য ব্যাপার। সেটাই করতে হবে।