জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত:
আমাদের তুমি কবি নজরুল সংগ্রামী রূপকথা
অক্ষর দিয়ে হৃদয় আসনে হাস্নুহানার গাথা।
আমাদের তুমি বিদ্রোহী কবি সাম্যের কারিগর
গান কবিতায় স্বপ্ন এঁকেছো চিরায়ত সুন্দর।
কঠিন কঠোর জীবন ছুঁয়েছে বিপন্নতার মেঘ
ধর্মান্ধতা হানাহানি শুধু বাড়িয়েছে উদ্বেগ।
তোমার সৃজনে মুখরিত ছিল নিপীড়িত জনগণ
গর্জে উঠেছে প্রতিবাদী স্বরে আলোসন্ধানী মন।
উন্নত শির মাটির মানুষ মানবিকতাই পথ
পুরাণ-কোরান এক দেহে লীন স্বপ্ন ভবিষ্যত।
শ্যামাসঙ্গীত ইসলামী গানে আর্তি প্রতিধ্বনি
সম্প্রীতিভোর কবি নজরুল আলোর পরশমণি।
পুণ্যভূমি চুরুলিয়া গ্রাম প্রিয়তার এক নাম
ঐক্য-শপথে জানাই তোমাকে নন্দিত সম্মান।