বিপ্লব গোস্বামী, কোলকাতা, ভারত:
আমরা স্কুলে যাই
সেথায় মোরা লেখি-পড়ি
আর তো গান গাই।
আমরা স্কুলে যাই
সেথায় সদা নিয়ম-নীতির
যত সুশিক্ষা পাই।
আমরা স্কুলে যাই
সেথায় মোরা মিলে-মিশে
খেলি তা-ধিন-ধাই।
আমরা স্কুলে যাই
সেথায় বিশুদ্ধ পাণি আর
পুষ্টি খাবার খাই।