রানা সাত্তার, চট্টগ্রাম: ১৩ জানুয়ারি ২০২০, নগরীর বহদ্দারহাট চত্ত্বরে ধানের শীষের
সমর্থনে এক পথসভা ও নির্বাচন প্রচারণা করা হয়।
এ সময়, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, গণতন্ত্র এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ। দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব আজ ধ্বংস হয়ে গেছে। মুক্তিকামী জনতা কারো গোলামীর জিঞ্জিরে বন্দি হতে পারে না তাই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ মার্কার প্রার্থী আবু সুফিয়ানকে নির্বাচিত করার মাধ্যমে জনগণের আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১৩ জানুয়ারি ২০২০ কেন্দ্র পাহারার মাধ্যমে ভোট চোরদের প্রতিহত করতে হবে।
২০দলীয় জোট প্রার্থী আবু সুফিয়ান বলেন, জনগণের শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্রের আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দানের মাধ্যমে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের প্রতিহত করা আজ সময়ের দাবীতে পরিণত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার বলেন, সন্ত্রাস ও লুটেরাদের রাজত্বের অবসান ঘটাতে হলে জনগণকে সোচ্চার হয়ে স্বৈরাশাসক একদলীয় সরকারের বিরুদ্ধে অগ্নিশিখার ন্যায় জাগ্রত হতে হবে। গণতন্ত্রের মা বন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী আর নয়। ভোট কেন্দ্র পাহারার মাধ্যমে দানব সরকারের পেটুয়া বাহিনীকে প্রতিহত করে আবু সুফিয়ানকে নির্বাচিত করলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, প্রফেসর শহীদুল্লাহ বাবুল, মাঈন উদ্দিন মাহমুদ, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমদ, নিজামুল হক তপন, আজমত আলী বাহাদুর, মো: মীর কাসেম, শফিউল জামান, একরাম হোসেন সেলিম, সিরাজুল ইসলাম রাশেদ, ইলিয়াছ চৌধুরী, এস এ মুরাদ চৌধুরী, শাফায়েতুল ইসলাম সাবাল, ফোরকান উদ্দিন রিজবী, এম ইলিয়াছ আলী, মনসুর চৌধুরী, নূর হোসেন, রফিক চেয়ারম্যান, সৈয়দ সরওয়ার, আবু বক্কর সিদ্দিক সোহেল, হাজী হারুন ডিলার, মুজিবুল হক বাবুল, ইউসুফ তালুকদার, মাসুদ আলম, মোস্তফা মনোয়ার মুন্না, নিজাম উদ্দিন লিটন, সেলিম উদ্দিন, জানে আলম, আহসান উল্লাহ, তাজুল ইসলাম মেম্বার, ওয়াসিম রেজা, এস এম রাশেদুল আলম, আনোয়ার হোসেন উজ্জ্বল, সাইফুল তালুকদার, এস এম একরাম মুন্সি, শাহজাহান খান, এয়ার মোহাম্মদ বাচা, আবদুল মাবুদ শিমুল, শফিউল আজম চৌধুরী, রায়হান উদ্দিন, জিয়া উদ্দিন মিজান, গিয়াস উদ্দিন, মিনহাজ মাসুম বাবু, এম জি কিবরিয়া, লিমন চৌধুরী বাপ্পা, ইব্রাহিম রবিন, সাজ্জাদ হোসেন জনি, জি. এস রিমন, শফিউল আলম জুনু,আবদুল করিম, পারভেজ তালুকদার, রিজভী,হাসিবুর করিম রফি, নুরুল হুদা হৃদয়, মেহাতাবুল করিম পিয়াল, রিফাতুল ইসলাম শাওন প্রমুখ।