হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক, অত্যন্ত সাদা মনের মানুষ, ‘আবু বকর চৌধুরী (প্রিয় বকর ভাই) গত ১৫ জানুয়ারি ইহলোক ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । (ছবিতে ডান থেকে দ্বিতীয় আবু বকর চৌধুরী) ।
এদিকে দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা গভীর শোক প্রকাশ ও শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আমেরিকান- বাংলাদেশ এ্যালাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এগেইনেস্ট জেনোসাইড এন্ড ওয়্যারক্রাইম চেয়ারম্যান ড. প্রদীপ রঞ্জন করণ, যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি হাসানুর রহমান, বাংলদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রধান সমন্বয়য়কারী গোলাম মোস্তফা খান মিরাজ, সাংবাদিক শরীফ সাহাবউদ্দিন, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, এনজেবিডিনিউজ সম্পাদক ও প্রকাশক মোঃ নাসির প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শোক বার্তায় আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ বলেন, সাংবাদিক আবু বকর চৌধুরী দেশের প্রবীণ ও স্বনামধন্য সাংবাদিক ছিলেন। পেশগত জীবনে কর্মের মাধ্যমে সবার মন জয় করোছিলেন তার ইন্তেকালে দেশ-জাতি সত্যিকারের একজন পেশাদার সাংবাদিককেই হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়। বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের সকল সদস্যের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।