প্রবাস মেলা ডেস্ক: কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক আমেরিকা প্রবাসী লুৎফা হাসীন রোজীর পিতা বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু জায়েদ শিকদার ২ জুন ২০১৮ সোমবার ভোররাতে রাজধানীর গ্রীনরোডস্থ নিজবাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাপন করা হবে।
সৎ, নির্মোহ ও আদর্শবান এই ব্যক্তিত্বের তিরোধানে বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের অন্যতম প্লাটফর্ম ‘কানেক্ট বাংলাদেশ’ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। কানেক্ট বাংলাদেশ আশা করছে জাতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কানেক্ট বাংলাদেশ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও মরহুমের শোকাহত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে।