ব্রাসেলস, বেলজিয়াম থেকে: বেলজিয়াম বিএনপির সহ সভাপতি আবুল হাসনাত শামসুলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়াম বিএনপি’র নেতৃবৃন্দ।
শোক বার্তায় সংগঠনের বেলজিয়াম বিএনপি’র সভাপতি আহমেদ সাজা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন। এদিকে পৃথক শোক বার্তায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলজিয়াম শাখার সহ সভাপতি আবুল হাসনাত শামসুলের পিতা মরহুম আব্দুল গফুর ২২ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।