মহিউল করিম আশিক, দুবাই, ইইএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আবুধাবি শিল্পনগরী মোচ্ছাফ্ফা সানাইয়া ১০ নম্বর ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে প্রবাসী জিয়া পরিবারকে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজল মির্জার সভাপতিত্বে আন্তর্জাতিক সম্পাদক শাহিন আলম পাটোয়ারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, কামাল হোসেন, জামাল উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ মানিক মিয়া, মামুন মিয়া,এস কে সুলতান, ইলিয়াস খান, হাবিবুর রহমান, আমিরুল ইসলাম, মোহাম্মদ রায়হান, রত্না আক্তার, বিল্লাল হোসেন, বাবু খান সহ আরো অনেকে।
বক্তারা বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সারা বাংলার মানুষের প্রাণের স্পন্দন। আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে দেশ এবং প্রবাসের সকলের সহযোগিতা কামনা করেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমিরাতের শাসক হত শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এবং যারা দলের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল আলম।