মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১১টি শাখা নিয়ে বাংলাদেশি মালিকানাধীন বৃহত্তর বিপনী বিতান মোহাম্মদ আক্তার সুপার মার্কেট গ্রুপ যাত্রা শুরু করেছে। আমিরাতের আল আইন প্রদেশে বৃহস্পতিবার সর্বশেষ দুটি শাখার উদ্বোধন করা হয়। এর আগে চলতি মাসে আবুধাবিতে পাঁচটি ও মোসাফফায় চারটি বৃহত্তর শাখা চালু করে আক্তার গ্রুপ।
বাংলাদেশি বৃহত্তর এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ইমেজ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। অন্যদিকে ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্যের প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
আক্তার গ্রুপের মার্কেটিং ম্যানেজার রাশেদুল আলম জানান, ১১টি বৃহত্তর শাখা ছাড়াও মোসাফফায় আরো দুটি ও আজমানে একটি শাখা চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রবাসীদের কথা মাথায় রেখে এগুলোতে স্বদেশী পণ্য আমদানীর উপর জোর দেয়া হচ্ছে। বিশেষ করে তাজা সবজি, মাছ, মাংস ও তৈরি পোষাক সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই এক ছাদের নিচে পাওয়া যাবে।
আক্তার গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম প্রবাসী মোহাম্মদ আক্তার হোসেন জানান, ’ স্বল্পমূল্যে প্রবাসীদের কাছে পণ্য পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। থাকবে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। সুপারমার্কেটে রয়েছে প্রায় ৫০০ শ্রমিক চাহিদা। কূটনৈতিক সহায়তায় দ্রুত বাংলাদেশিদের অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন চালু হলে অসংখ্যা প্রবাসী এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। এছাড়াও যুবকদের বেকারত্ব দূর করতে বিদেশের মত দেশের প্রতিটি জেলায় আক্তার গ্রুপের শাখা চালু করা হবে বলে তিনি জানান।