মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত সফররত পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম ও পটিয়া অনির্বাণ ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনকে গণসংর্বধনা দেওয়া হয়েছে। রাজধানী আবুধাবীর একটি হোটেলে পটিয়া প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পটিয়া প্রবাসী আওয়ামী পরিবারের সভাপতি মুহাম্মদ হামিদ আলীর সভাপতিত্বে ও মুহাম্মদ ফারুক রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াল ফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী আশিষ কুমার বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আবুধাবী যুবলীগের যুগ্ম সম্পাদক আহাম্মদ নুর। অন্যান্যের মধ্যে কুতুব উদ্দিন বাদশা, বেলায়েত হোসেন, খোকন শাহ, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ রানাসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিলেন।