শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: পশ্চিমবঙ্গের গর্ব হল কোলকাতার টালিগঞ্জের বিখ্যাত ফিল্ম ইণ্ডাষ্ট্রি। যার পোশাকি নাম হল টলিউড। এই টলিউডের এক বিখ্যাত অভিনেতার নাম হল ইন্দ্রজিৎ দেব। উনি সম্প্রতি দক্ষিণ কোলকাতার গোলপার্কে নিজের বাড়িতে মারা যান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কিডনির সমস্যাতে ভুগছিলেন।
টলিউডের চেনা পরিচিত অভিনেতাদের মধ্যে একজন ছিলেন এই ইন্দ্রজিৎ দেব। মানুষ হিসাবে উনি ছিলেন খুবই অমায়িক প্রকৃতির।
জনপ্রিয় তেরো পার্বণ ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। তারপর অনেক বাংলা সিনেমাতে ও সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয় মন্ত্রমুগ্ধ করে রাখতো দর্শকদেরকে। তাঁর মৃত্যুতে আবার নক্ষত্র পতন হল টলিউডে।