কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: আসন্ন হজে হজযাত্রীদের নতুন পাসপোর্ট সঙ্কটের দরুণ আবারো নিবন্ধনে বিপর্যয় দেখা দিয়েছে। বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার আর মাত্র ৫ দিন বাকি। আগামী ১০ মার্চ নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এতে প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা চরম হতাশায় ভুগছেন।
নতুন পাসপোর্ট পেতে গলদঘর্ম পোহাচ্ছেন হজযাত্রীগণ। দেড় দু’মাসেও পাসপোর্ট সরবরাহ করতে পারছে না পাসপোর্ট অধিদপ্তর। ফলে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে হজ এজেন্সীগুলো বিপাকে পড়েছে। হাব কর্তৃপক্ষ নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আগামী ১০ মার্চ ধর্ম মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানাবে। হজযাত্রীদের পাসপোর্ট সংকটের দরুন নিবন্ধন কার্যক্রমে গতি বাড়ছে না বলেও অনেকে মনে করছেন।
আবার কেউ কেউ বলছেন, পাসপোর্ট অফিসে মেশিন নষ্ট হওয়ায় যথা সময়ে পাসপোর্ট সরবরাহ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময়মত পাসপোর্ট হাতে না পাওয়ায় অধিকাংশ হজযাত্রীই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারছে না।
সৌদি আরব -বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বছর বেসরকারী ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার হজযাত্রী হজে যাবেন। সরকারী ব্যবস্থাপনায় ৭ হাজার ১শ’ ৯৮ জন হজে যেতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ হবার কথা রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারী ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে ৩ হাজার ৯শ ৯৫ হজযাত্রী এবং বেসরকারী ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে ৩ হাজার ৮শ ১৮ জন হজযাত্রী । সরকারী ব্যবস্থাপনায় নিবন্ধনের সময়সীমা মঙ্গলবার শেষ হলেও ধর্ম মন্ত্রণালয় আগামী ১২ মার্চ পর্যন্ত সময় বর্ধিত করেছে।