প্রবাস মেলা ডেস্ক: আবার জুটিবদ্ধ হচ্ছেন পরীমনি ও সিয়াম আহমেদ। ‘বায়োপিক’ নামের ছবিতে দেখা যাবে তাদের। ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এ ছবির মধ্য দিয়ে ‘বড় পর্দায়’ অভিষেক হতে যাচ্ছে পরিচালক সঞ্জয়ের।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় ১৩ মার্চ ২০২১, শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন পরী-সিয়াম জুটি। জানা গেছে, সিনেমার শুটিং শুরু হবে আগামী ঈদের পর।
এই জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তির পর থেকেই আলোচনার সৃষ্টি করে। বিশ্বসুন্দরী ছবিটি মুক্তির ১৪তম সপ্তাহেও বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। বিশ্বসুন্দরী, দ্য অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন-এর পর ‘বায়োপিক’ এই জুটির তৃতীয় সিনেমা!