মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে স্থানীয় সময় রাত ১০টায় অরগান রেস্টুরেন্টে এম কে আর শেখ কামাল কে সভাপতি ও এম এম কাওছার হোসেন কে সাধারণ সম্পাদক করে আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ৷
আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এম কে আর শেখ কামাল এর সভাপতিত্বে মালদ্বীপ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদারের সঞ্চালনায় এ পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ হ্যান্ডবল দলের প্রধান কোচ আমজাদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন জামাল উদ্দীন স্কুলের শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, মালদ্বীপ আওয়ামীলীগের সহ সভাপতি মো: আকবর হোসেন, সহ সভাপতি ফাইজুর রহমান, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার উপদেষ্টা আবিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, এনবিএল ব্যাংক কর্মকর্তা মোঃ জাফর হোসেন, সোনার বাংলা শিল্পীগোষ্ঠী’র সভাপতি মো: শেখ জামাল।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে পরিচিত করার লক্ষে আলোকপাত করেন, পরে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মো: লালটু বাবু, সাংগঠনিক সম্পাদক হাদিউল, এ আর মামুন এবং মাসুদ রানা, শাহীন শেখ, মাসুদ রহমান, শাহআলম মজুমদার, রুবেল মৃধা, মঞ্জুরুল আলম রাজু, আনোয়ার হোসেন রাজু, হায়দার হোসেন, রাশেদ উদ্দীন, পলাশ, রুবেল আহম্মেদ, সোহাগ সরদার, জুয়েল সিকদার, বাবলু মোল্লা, তুহিন ইসলাম, আজিজুল ইশলাম, শাহ আলম, ইব্রাহীম হোসেন, মোকলেছুর রহমান, কামাল হোসেন, সহ আরো মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশিরা ৷
নবগঠিত আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, প্রবাসেও দেশ ও সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে হল্যান্ড আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এবং সমাপনী বক্তব্যে সভাপতি জনাব এম কে আর শেখ কামাল বলেন, স্বাধীনতার চেতনাকে পুন:প্রতিষ্ঠা এবং প্রবাসের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শকে পরিচিত করার লক্ষে সবাইকে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশে বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।