প্রবাস মেলা ডেস্ক: সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ৪ দিনব্যাপী ৪৩তম আন্তর্জাতিক কিউসি সম্মেলনে যোগ দিতে বিএসটিকিউএম (Bangladesh society for total quality management)এর প্রেসিডেন্ট এ.এম.এম. খায়রুল বাশারের নেতৃত্বে ৬৫ জনের একটি ডেলিগেট সিঙ্গাপুর যাচ্ছে। সিঙ্গাপুর প্রডাকটিভটি এসোসিয়েশন (এসপিএ) এর উদ্যোগে আগামী ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে এশিয়ার জাপান, চীন, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, হংকং, তাইওয়ান সহ ১৩টি দেশের প্রায় পাঁচশত কিউসি কেস স্টাডি ও ৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
বাংলাদেশ থেকে এবার বীকন ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, ডিবিএল গ্রুপ, ইন্টারটেক বিডি লি:, উর্মা গ্রুপ এর ১০টি কিউসি সার্কেল তাদের কেস স্টাডি উপস্থাপন করবেন। সোডিক্যাল, ইষ্টকোষ্ট গ্রুপ, নোয়াখালী পলিটেকনিক, পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (ডিজিসিবি) লি: সহ কয়েকটি কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
সম্পূর্ণ স্বেচ্ছায় ছোট ছোট দলে কাজ করে কর্মক্ষেত্রের সমস্যার চিহ্নিত করণ ও সমাধান, পণ্যের ক্রমাগত মান উন্নয়ন, উৎপানশীলতা ও আত্মোন্নয়নে কিউসি সার্কেল কাজ করে থাকে। ইউরোপ, আমেরিকা ও জাপানের মত দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অর্থনীতি পুনঃগঠনে টিকিউএম এর এই কনসেপ্ট চালু করে।
এই সফরকালে বিএসটিকিউএম এর প্রেসিডেন্ট খায়রুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেট সিঙ্গাপুর হাইটেক পার্ক, সিঙ্গাপুর হসপিটাল ও সিভিল এভিয়েশনের ব্যবস্থাপনায় ৫-স ও কাইজেন এর কৌশল পরিদর্শন করবেন।
উল্লেখ্য, আগামী ২০২০ সালে বাংলাদেশে আইসিকিউসির ৪৫তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামী বৎসর জাপানে অনুষ্ঠিতব্য ৪৪তম আসরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে গৌরবের এই পতাকা তুলে দেওয়া হবে।