রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে।
১৪ অক্টোবর ২০২০, বুধবার দুপুরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সকাল থেকে শ্রমিক-কর্মচারীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) প্রতিনিধি নির্বাচনে প্রার্থীরা। কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার এই সংগঠনের সভাপতি ও সম্পাদক কে হচ্ছেন এ নিয়ে শুরু হয়েছে নানান গুণজন ও কৌতূহল।
এরমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো: আবুল বশর ও এ.কে.এম আমিনুর রহমান রানা পরিষদের ১১ জন প্রার্থী। এছাড়াও আরো অন্যান্য ২৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার শ্যামন কান্তি নাথ বলেন, আজ মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিলো। হাসি-খুশি, উৎসবমুখর পরিবেশে আজ শেষ দিনে ১১ পদে ৩৪ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছে। এখানে ভোটার সংখ্যা হচ্ছে ৫৫০ জন।
তিনি আরো বলেন, আগামী ১৭ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, যাচায়-বাছাই হবে ১৮ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন থাকবে ১৯ অক্টোবর এবং ২১ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন হবে আগামী ২৮ অক্টোবর। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।