রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: এক সময় মেইল, মোবাইল, ম্যাসেঞ্জার বা ফেইসবুক ছিলনা, ছিল একমাত্র ডাক বিভাগ। ডাক বিভাগ ছিল, থাকবে। আগামী প্রজন্মকে ডাকবিভাগ ব্যবহারে অভ্যস্থ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
১৩ মার্চ ২০২০, শুক্রবার দুপুরের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মিন্নাত আলী দোভাষী হাটে আধুনিক ডাকঘর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ডাক বিভাগকে আরো আধুনিকায়ন করছে। ডাক বিভাগের মাধ্যমে দেশের মানুষের কাছে আজ সবধরনের সেবা ও তথ্য খুব সহজে পৌঁছে দিচ্ছে সরকার। দেশ এগিয়ে চলছে ডিজিটাল এর হাত ধরে, ডাক বিভাগও ধীরে ধীরে আরো আধুনিকায়ন নিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরী, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ্, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি হযরত আবু বক্কর (র) জামে মসজিদে সংক্ষিপ্ত বয়াণের মধ্য দিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।