রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় মাদককে না বলুন, মাদকমুক্ত দেশ গড়ার শ্লোগানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
পারকি বাজার সংলগ্ন একটি খালি মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের এই খেলায় ডিএএফসিএল ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বখতিয়ার পাইওনিয়ার ফুটবল একাদশ জয়ী হয়।
বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা এম.এ রশিদ, বিশেষ অতিথি ছিলেন ডিএএফসিএল মহাব্যবস্থাপনা পরিচালক আলমগীর জলিল, মুক্তিযোদ্ধা ছৈয়দ নুর, ডিএএফসিএল ফার্টিলাইজার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মাসুদ জাহাঙ্গীর অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্যামেরা, মাঠের ভিতরে ও বাহিরে নিরলস পরিশ্রমী করা আয়োজক কমিটির একঝাঁক তরুণ যারা হলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো: তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে পারকি ইয়াং সোসাইটির মোহাম্মদ বেলাল, রাশেদ, মিজান, ফয়সাল, নঈম, বাবলু, রুবেল, তৌহিদ, নবী, মামুনসহ সংগঠনের নেতৃবৃন্দরা।